চলতি বছর জুলাই-আগস্ট এই দুই মাসে মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৫ হাজার ৫ কোটি টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ২১ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ তথ্য নিশ্চিত করেছে। এনবিআর জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ২৭ হাজার ১৭৪ কোটি টাকা। ২০২৪-২০২৫ অর্থ বছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৩ হাজার ৮৯ কোটি টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে ৪ হাজার ৮৪ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। যার প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ।আরো পড়ুন:কাপ্তাই হ্রদ: মৎস্য আহরণের প্রথম দিন রাজস্ব আয় ২০ লাখ টাকাসিগারেটের করকাঠামো সংস্কারের দাবি তরুণ চিকিৎসকদের কাপ্তাই হ্রদ: মৎস্য আহরণের প্রথম দিন রাজস্ব আয় ২০ লাখ টাকা...