যশোরের রাজারহাট রেল ক্রসিংয়ে পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, ওয়াকিটকি, কসটেপ ও স্বর্ণালংকার ও একটি প্রাইভেটকার উদ্ধার হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।আরো পড়ুন:জুলাই মামলার আসামি হয়েছেন বেরোবির সহকারী প্রক্টরমাদারীপুরে রাকিব হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার পুলিশ সূত্র জানায়, গত ১৪ জুলাই সকাল ৮টা ১০ মিনিটে কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতিরোধ করে। তারা আনন্দ বসু ও তার কর্মচারী রাসেল গাজীকে চোখ বেঁধে হাতকড়া পড়ায়। পরে তাদের কাছ থেকে ১৯ ভরি ৮ আনা স্বর্ণালংকার, নগদ ২৬ হাজার টাকা ও চারটি মোবাইল ছিনিয়ে নেয়। ভুক্তভোগীদের মনিরামপুর থানাধীন ট্যাংরাখালী এলাকায় ফেলে যায় ডাকাতরা। এ ঘটনায় যশোর...