কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়ত কোনো অভিমানে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।আরো পড়ুন:যশোরে পুলিশ পরিচয়ে ডাকাতি: হ্যান্ডকাফ-ওয়াকিটকিসহ গ্রেপ্তার ৪বৈষম্যবিরোধী মামলায় কুবি কর্মচারী গ্রেপ্তার যশোরে পুলিশ পরিচয়ে ডাকাতি: হ্যান্ডকাফ-ওয়াকিটকিসহ গ্রেপ্তার ৪ ঝর্ণা বেগম কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের আমেরিকা প্রবাসী হাফেজ সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। বড় ছেলে হাফেজ সাকিব তালুকদারকে (১৮) নিয়ে বাড়িতে থাকতেন ঝর্ণা বেগম। তার ছোট ছেলে ইউসুফ তালুকদার (১০) বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামের একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়ালেখা করে। এলাকাবাসী জানান, ঝর্ণ বেগমের স্বামী সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন। এ নিয়ে মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। রবিবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। বেলা ১১টার দিকে ঝণা বেগম নিজের...