সামনে দুই অকুতোভয় যোদ্ধা, শাহরুখ খান ও আমির খান। পাঁচ বছর পর পর্দায় ফিরে দুজনেই তাক লাগিয়ে দিয়েছেন। তাদের সঙ্গে পাল্লা দেওয়া চাট্টিখানি কথা নয়। অথচ সেটি দিতে গিয়েই বেজায় হাঁপিয়ে উঠেছেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। গত অর্ধযুগ ধরে নিয়মিত চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। শাহরুখ, আমিররা দীর্ঘ বিরতির পর ফিরেই বাজিমাত করেছেন। সেই অর্থে সালমান তাদের দিকে কেবলই ‘হাঁ’ করে তাকিয়ে থাকা দর্শক ছাড়া যেন আর কিছুই নন! বছর তিনেক আগে ‘টাইগার’ সিরিজের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি দিয়ে আলোর মুখ দেখা শুরু করেছিলেন, কিন্তু সর্বশেষ ‘সিকান্দার’ সেই আলো নিভিয়ে দেয়। ২০০ কোটি বাজেটের এ সিনেমাটি মাত্র ১৮৩ কোটি রুপি ঘরে তুলতে সক্ষম হয়েছিল, যেখানে শাহরুখ হাজার কোটি ছাড়া কথাই বলছেন না! তাই সালমান এবার তাকিয়ে আছেন নতুন প্রজেক্ট ‘ব্যাটল অফ...