ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে দখলদার ইসরাইলি বাহিনী। রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে গাজা সিটির সাবরা এলাকায় ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ২৫ সদস্য নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, এখনও প্রায় ৫০ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। আল জাজিরা বলছে, উদ্ধারকারী এবং সাধারণ মানুষ খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে বেঁচে থাকা মানুষদের বের করার চেষ্টা করছেন। ইতোমধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আটকা পড়াদের পরিবারগুলো জানিয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও শোনা যাচ্ছে আত্মীয়স্বজনের আর্তনাদ। আরও পড়ুনআরও পড়ুনলেবাননে ইসরাইলি হামলায় ৩ মার্কিন শিশুসহ নিহত ৫ এক স্বজন আকুতি জানিয়ে বলেছেন, ‘আমরা বারবার তাদের চিৎকার শুনছি, কিন্তু পৌঁছাতে পারছি না। আমরা ও উদ্ধারকারী যতবারই চেষ্টা করি ততবারই আমাদের লক্ষ্য করে ইসরাইলি ড্রোন গুলি ছোড়ে। পাঁচজন এগোলে চারজন নিহত হন, একজন...