রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য, শিক্ষক ও ছাত্রদের হাতাহাতির ঘটনায় রাবি প্রশাসনের নিরব ভূমিকা পালনের প্রতিবাদে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে রাবি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাবি অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন এসব তথ্য জানান।তিনি বলেন, রাবির ইতিহাসে সব থেকে লজ্জা জনক ঘটনা ঘটেছে গত শনিবার। আপনারা জানেন ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী উপ-উপাচার্যকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছে। সন্ত্রাসী বাহিনী উপ-উপাচার্যকে গোলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এক সময় উপাচার্য সিঁড়িতে লুটিয়ে পড়ে।তিনি আরও বলেন, কারা এসব ঘটনার সাথে জড়িত তা স্পষ্ট। আছে অহরহ ফুটেজও। তবে সিন্ডিকেট সভায় নেয়া প্রশাসনিক সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। সেখানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে আমরা জানি এই কমিটি সন্ত্রাসী বাহিনীর কিছুই করবে না। পূর্বেও আমাদের...