ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। স্টারমার বলেন, এই স্বীকৃতি সরকারের নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। ভিডিও বার্তায় স্টারমার বলেছেন, ‘‘মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে আমরা শান্তি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছি।’’ ইসরায়ের ও তার মিত্রদের ইঙ্গিত করে তিনি আরও বলেন: ‘‘আপনারা সন্ত্রাসবাদকে বিশাল পুরষ্কার দিচ্ছেন।’’ যদিও ইসরায়েল এবং মার্কিন সরকার বলেছে, এ স্বীকৃতি হামাসের জন্য একটি কূটনৈতিক উপহার। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে তাদের হামলার পর ১২০০ জন ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। প্রতিবাদ জানিয়ে স্টারমার বলেন, হামাসের জন্য পুরষ্কার নয়। গাজায় দূর্ভিক্ষ ও ধ্বংসযজ্ঞ সম্পূর্ণরূপে অসহনীয় এবং মৃত্যু ও ধ্বংস আমাদের সকলকে আতঙ্কিত...