ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বিশ্বের শক্তিশালী তিন দেশ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। এরপর এ তালিকায় যুক্ত হয়েছে ইউরোপের আরেক দেশ পর্তুগাল। দেশটিও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।রোববার (২১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগাল সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। রোববার নিউইয়র্কে অবস্থিত পর্তুগালের স্থায়ী মিশনে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঙ্গেল।পর্তুগালের জাতীয় সম্প্রচার মাধ্যম আরটিপি জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তটি ১৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদের বৈঠকে গৃহীত হয়েছিল। সিদ্ধান্তটি গ্রহণের আগে পর্তুগালের প্রেসিডেন্ট এবং সংসদে প্রতিনিধিত্বকারী অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করা হয়।ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ৩ দেশঘোষণায় রাঙ্গেল আরও বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, সব ধরনের সহিংসতা বন্ধ এবং সকল জিম্মিকে মুক্তির আহ্বান জানানো হয়েছে।পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো...