২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলায় ২৪ ঘণ্টায় আরও ৭৫ জন ফিলিস্তিনি নিহত হওয়ায় এতে অক্টোবর ২০২৩ থেকে চলা গণহত্যামূলক সংঘাতের হতাহতের সংখ্যা ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। এই হামলায় শিশু ও সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রোববার (২১ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে চারজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। হামলার কারণে আরও ৩০৪ জন আহত হয়েছেন। এই ২৪ ঘণ্টায় প্রাণহানির এই সংখ্যা ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি অভিযানে মৃতের সামগ্রিক সংখ্যা ৬৫ হাজার ২৮৩ জনে উন্নীত করেছে। হামলার মূল কারণ হিসেবে ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকে...