ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছেন বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। ইতোমধ্যে অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবি, ধ্বংসস্তূপে হয়তো ৫০ জন পর্যন্ত আটকা রয়েছেন। উদ্ধারকাজে এগোতে গেলে ইসরায়েলি ড্রোন থেকে গুলি ছোড়া হচ্ছে। তবে উদ্ধারকর্মীরা খালি হাতে মাটি খুঁড়ে মরিয়া চেষ্টা চালাচ্ছেন।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হতাহতদের ছোট গাড়িতে করে দ্রুত সরিয়ে নেয়া হচ্ছে।একইদিন গাজা সিটির শাতি শরণার্থী শিবির, তাল আল-হাওয়া এলাকা ও নাসর জেলার লাভাল টাওয়ারেও ভয়াবহ বোমা হামলা চালায় ইসরায়েল। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে জাতিসংঘের (ইউএনআরডব্লিউএ) একটি ক্লিনিকের পাশের এলাকায় হামলায় ৭ জন নিহত হয়, যাদের মধ্যে ৪ জন শিশু।ওয়াফা বার্তা সংস্থা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রোববার ভোর থেকে বিভিন্ন হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর...