ইনিংসের প্রথম ১০ ওভার শেষে পাকিস্তানের স্কোরবোর্ডে ১ উইকেটে ৯১ রান! ভারতের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচগুলো বিবেচনায় পাকিস্তানের গতকালের রান তোলার গতি ছিল অবাক করার মতোই! অনেকেই ধরে নিয়েছিলেন, এশিয়া কাপের সুপার ফোরের এ ম্যাচে ২০০ এর আশ-পাশে সংগ্রহ পাবেন সালমান আলী আঘারা। পাকিস্তান কি আর অনুমান করার মতো দল! মাইক হেসনের শিষ্যদের ইনিংস থামে৫ উইকেটে ১৭১ রানে। সেটাও শেষ দিকে ফাহিম আশরাফ ৮ বলে ২০ রানের ক্যামিও দিয়েছেন বলে! কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ জানাতে এ রান যথেষ্ট ছিল না। গত কয়েক ম্যাচের মতো এ ম্যাচটাকেও একপেশে বানিয়েছে ভারত। ইনিংসের ৭ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে গৌতম গাম্ভীরের শিষ্যরা। রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরে ঝড়ের আভাস দেন আভিষেক শার্মা। ২৫ বছর বয়সী এ বাঁহাতি মারকুটে ওপেনার...