মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা বুকিত বিনতাং। সেখানকার বাংলাদেশি খাবার হোটেলগুলোতে প্রায় সারা বছরই মেলে পদ্মার ইলিশ। ইলিশ মাছের টুকরো বিক্রি হয় ২৫-৩০ রিঙ্গিত দরে। বাংলাদেশি টাকায় সাড়ে ৭০০-৯০০ টাকা। যে দেশে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ, সেখানে কিভাবে ইলিশ পাচ্ছেন-এমন প্রশ্নে পরিচয় না প্রকাশের শর্তে কুয়ালালামপুরের এক হোটেল ব্যবসায়ী বলেন, ইলিশ তো সরাসরি বাংলাদেশ থেকে আসে না। আমরা পাই ভারত থেকে। ফ্রোজেন হয়ে সেখান থেকে আসে পদ্মার ইলিশ। রপ্তানি হয় ভারতীয় লাইসেন্সে। তবে চুক্তিটা হয় বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে। ভারতীয় ব্যবসায়ীদের মাধ্যমে এখানে ইলিশ পাঠান তারা।’ একই তথ্য মিলল সিঙ্গাপুরের মোস্তফা এলাকার একাধিক বাঙালি হোটেল ব্যবসায়ীর কাছ থেকে। তাদের কাছেও বাংলাদেশের ইলিশ যায় ভারত হয়ে। সিঙ্গাপুর প্রবাসী বরিশালের বাসিন্দা ইলিয়াস সরদার বলেন, এখানে ৫০-৬০ ডলার রেটে বাংলাদেশের কেজি...