ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে পিকআপের চালকসহ দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত রাত দেড়টার দিকে ধামরাই-ধানতারা সড়কের কান্দাপটল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। নিহত দুজনের নামই মনির হোসেন। তাদের মধ্যে একজন উপজেলা সোমভাগ ইউনিয়নের দেপাশাই কারাবিল এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে (৩৫), অপরজন চাপিল গ্রামের সৈকত হোসেনের ছেলে (২৫)। আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার রাত...