আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সোমবার (২২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলার ২০তম সাক্ষ্যগ্রহণ। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষীদের সামনে ঘটনার ভয়াবহতা তুলে ধরা হবে। আজ ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল আজ জুনায়েদকে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করবেন। পাশাপাশি নতুন সাক্ষীদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়াও শুরু হবে। এর আগে, ২১ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে জুনায়েদের জেরা শুরু হয় এবং বিকেল ৩টা ৩০ মিনিটে শেষ হয়। এরপর স্টেট ডিফেন্সের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও সম্পূর্ণ জেরা শেষ না হওয়ায় প্রক্রিয়াটি আজ পর্যন্ত স্থগিত ছিল।...