কিশোরগঞ্জ: আহলুল কুরআন ওয়াসসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৫ এ প্রথম স্থান অর্জন করে কিশোরগঞ্জকে গৌরবে ভাসিয়েছে ১৩ বছরের মেধাবী হাফেজ মো. আব্দুল্লাহ আল মুনাব্বির।কটিয়াদী উপজেলার ভোগপাড়া গ্রামের সন্তান মুনাব্বির বর্তমানে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার মারকাযুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার ছাত্র। অসাধারণ কণ্ঠ, নিখুঁত তিলাওয়াত এবং সুরের মাধুর্যে বিচারকদের মুগ্ধ করে জাতীয় পর্যায়ে এই কৃতিত্ব অর্জন করে সে। মুনাব্বিরের এ অসাধারণ অর্জনে তাকে সংবর্ধনা দিয়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা।নিজের অনুভূতি জানাতে গিয়ে মুনাব্বির বলেন, আমি আমার উস্তাদের পরামর্শ আর নিয়মিত চর্চার মাধ্যমেই কুরআন তিলাওয়াত শিখেছি। আল্লাহর রহমতে জাতীয় পর্যায়ে প্রথম হতে পেরে আমি ভীষণ খুশি। বড় হয়ে মাওলানা হয়ে মানুষের মাঝে কুরআনের দাওয়াত ছড়িয়ে দিতে চাই।তার বাবা মো. মাছুম রানা আবেগাপ্লুত কণ্ঠে জানায়, এই অর্জন...