লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে বার্সেলোনা। শনিবার রাতে কাতালানরা গেতাফেকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে। জোড়া গোল করেছেন ফেরান তোরেস। ম্যাচের ১৫ মিনিটে দানি ওলমোর কাটব্যাক থেকে প্রথম গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড। ২০ মিনিট পর রাফিনহার পাস পেয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান তিনি। লিগে এটি ছিল তার চতুর্থ গোল। চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসলের বিপক্ষে জয়ের নায়ক মার্কাস র্যাশফোর্ড দ্বিতীয়ার্ধে রাফিনহার বদলি হয়ে নামেন। নেমেই আক্রমণে সক্রিয় হয়ে ওঠেন তিনি। ৬২ মিনিটে তার পাস থেকে দানি ওলমো নিশ্চিত করেন দলের তৃতীয় গোল। ম্যাচের শুরুতে অবশ্য সুযোগ এসেছিল গেতাফের। ২৫ গজ দূর থেকে ফ্রি-কিক পেয়েও রাফিনহার শট হয় লক্ষ্যভ্রষ্ট। প্রথমার্ধে বলের দখল বার্সার হাতে থাকলেও বারবার ছোট ছোট ফাউলের কারণে ছন্দ পাচ্ছিল না ম্যাচে। তবে ১৫ মিনিটে...