২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ এএম গুডাকেশ মোটিকে হাঁটু গেড়ে স্লগ সুইপে আকিল হোসেন ছক্কা হাঁকানোর পর গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামের গ্যালারীতে নেমে এলো শুনশান নীরবতা। পরের লো ফুলটস বলটি শাফল করে শর্ট ফাইন লেগ দিয়ে বল বাউন্ডারি ছাড়া করেই আকিলের বাঁধনহারা উল্লাস। বাউন্ডারি লাইন থেকে ছুটে এসে সেই উদযাপনে যোগ দিলেন কিরন পোলার্ড, সুনিল নারাইন, আন্দ্রে রাসেলরা। বাংলাদেশ সময় সোমবার সকালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে তারেই মাঠে ৩ উইকেটে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা পুনরুদ্ধার করেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএলে ৫ বছর পর শিরোপার স্বাদ পেল শাহরুখ খানের ফ্র্যাঞ্জাইজিটি। প্রতিযোগিতায় এটি তাদের পঞ্চম শিরোপা। ত্রিনিদাদের বাইরে এই প্রথম শিরোপার স্বাদ পেল তারা। এজন্য অবশ্য কঠিন পথ পাড়ি দিতে হয়েছে ত্রিনবাগোকে। ফাইনালে শিরোপা উল্লাসের আগে...