লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেন্ত জবেইল শহরে ইসরায়েলের ড্রোন হামলায় একই পরিবারের তিন শিশু ও তাদের বাবাসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুজন।নিহতদের মধ্যে চারজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। রোববারের এই হামলার পর সোমবার (২২ সেপ্টেম্বর) আল জাজিরা ও লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ এ তথ্য নিশ্চিত করেছে। এনএনএ জানায়, একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। নিহত তিন শিশু— সেলিন, হাদি ও আসিল এবং তাদের বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। শিশুদের মা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গত বছরের নভেম্বর থেকে মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল দাবি করেছে, এই হামলায় হিজবুল্লাহর একজন সদস্যও নিহত হয়েছে। তবে বেসামরিক হতাহতের ঘটনাও স্বীকার করেছে তারা। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি ক্ষোভ প্রকাশ করে বলেন, লেবাননের শিশুরাই...