আলোচনায় বসতে হলে পরমাণু অস্ত্র নিয়ে উত্তর কোরিয়াকে কোনো চাপ দেয়া যাবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে শত্রুদের সাথে কোনো আপস করা হবে না। খবর আল জাজিরার। রোববার পিয়ংইয়ংয়ে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে এক ভাষণে কিম জং উন বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রীকরণের অযৌক্তিক দাবি ত্যাগ করে, বাস্তবতাকে মেনে নয় এবং সত্যিকার অর্থেই শান্তি চায়, তাহলে আমাদের ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় না বসার কোনো কারণ নেই।’ কিম আরো বলেন যে, নিষেধাজ্ঞাগুলো তার দেশকে আরো শক্তিশালী করে তুলেছে। তিনি জানান, ‘নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে শত্রুদের সাথে কোনো আপস হবে না।’ প্রায় ২০ বছর আগে পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...