বিশ্বের সবচেয়ে বড় লোকউৎসব ও বিখ্যাত বিয়ার ফেস্টিভ্যাল অক্টোবরফেস্ট ২০২৫ শুরু হয়েছে গত শনিবার (২০ সেপ্টেম্বর)। উৎসবটি চলবে ৫ অক্টোবর পর্যন্ত। জার্মানির মিউনিখ শহরের ঐতিহ্যবাহী থেরেসিয়েনভিজের মাঠে উৎসবটি চলছে। এ উৎসব ঘিরে প্রতি বছর দেশ ও বিদেশের লাখ লাখ পর্যটক ভিড় করেন। অক্টোবরফেস্ট মূলত একটি ঐতিহ্যবাহী জার্মান রাজ্য বাভারিয়ান লোকউৎসব। এখানে জার্মান সংস্কৃতি, খাবার, গান, নাচ, পোশাক ও বিশেষ করে বিয়ারকে কেন্দ্র করে বিশাল উৎসবের আবহ তৈরি হয়। স্থানীয় ও বিদেশি পর্যটকরা ঐতিহ্যবাহী পোশাক পরে এ উৎসবে অংশ নেন। আর সকাল থেকে রাত পর্যন্ত বিয়ার পানের উৎসবে শামিল হন তারা। অক্টোবরফেস্টের সূচনা হয় ১২ অক্টোবর ১৮১০ সালে। সে সময় বাভারিয়ার রাজকুমার লুডভিগ ও রাজকুমারী থেরেসের বিয়ে উপলক্ষে এক বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে সবার জন্য রাখা হয়েছিল বিয়ার।...