ডেঙ্গু, বাংলাদেশের মানুষের কাছে একটি অতি পরিচিত নাম। এটি এমন এক রোগ যা প্রতি বছর বর্ষা এলেই আমাদের জীবনে দুঃস্বপ্নের মতো ফিরে আসে। আমরা এর লক্ষণ চিনি, এর বাহক এডিস মশার সাথে পরিচিত এবং এর ভয়াবহতা সম্পর্কেও অবগত। এত পরিচিত হওয়া সত্ত্বেও কেন আমরা ডেঙ্গুর মতো একটি রোগের প্রতিকারে বারবার ব্যর্থ হচ্ছি? কেন এটি প্রতি বছর হাজার হাজার মানুষকে আক্রান্ত করছে এবং প্রতি বছর অসংখ্য প্রাণহানি ঘটছে? এটি কি আমাদের উদাসীনতা, অসচেতনতা নাকি অপরিপক্বতা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমরা দেখতে পাই, ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের ব্যর্থতা কোনো একটি একক কারণে নয় বরং এটি আমাদের উদাসীনতা, অপরিকল্পিত ব্যবস্থাপনা, অপর্যাপ্ত জনসচেতনতা এবং কার্যকরী দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব—এই সবকিছু মিলে তৈরি একটি জটিল সমস্যার প্রতিফলন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের ব্যর্থতাকে শুধুমাত্র উদাসীনতা বা অপরিপক্বতা—এই দুটি...