বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রেখে চলেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এটি বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট, যা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসারের দক্ষ সদস্যদের সমন্বয়ে গঠিত। র্যাব ২০০৭ সালের ১৪ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই এই বাহিনী অপরাধ দমন, জঙ্গিবাদ নির্মূল এবং বিশেষ অভিযানে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন: র্যাবের মূল লক্ষ্যর্যাবের অন্যতম প্রধান কাজ হলো অভ্যন্তরীণ সন্ত্রাস দমন। দেশের ভেতরে যখনই জঙ্গিবাদী কার্যক্রম মাথাচাড়া দিয়ে ওঠে, র্যাব বিশেষ অভিযানের মাধ্যমে তা দমন করে থাকে। জঙ্গি আস্তানা চিহ্নিতকরণ, গ্রেপ্তার এবং অভিযানের মাধ্যমে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এই বাহিনীর দৈনন্দিন কাজের অংশ। সাম্প্রতিক বছরগুলোতে র্যাব দেশের বিভিন্ন স্থানে একাধিক সফল সন্ত্রাসবিরোধী অভিযান...