প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা আয়োজনের রীতি থাকলেও নির্বাচন আর রোজার কারণে এবার তা এগিয়ে আনা হয়েছে ডিসেম্বর মাসে; এর জন্য কতটা প্রস্তুত প্রকাশক ও ছাপাখানা সংশ্লিষ্টরা? কারণ নভেম্বর-ডিসেম্বর মাসে ছাপাখানায় ডায়েরি, ক্যালেন্ডার এবং বিভিন্ন পাঠ্যবই ছাপার ব্যস্ততা থাকে, তার মধ্যে সৃজনশীল বই ছাপা নিয়ে কিছুটা দুশ্চিন্তার কথাই বলেছেন তারা। প্রকাশক ও ছাপাখানা সংশ্লিষ্টরা বলছেন, ডায়েরি-ক্যালেন্ডার ছাপার কাজের মধ্যে সৃজনশীল বইয়ের কাজ ‘দ্বিগুণ চাপ’ হয়ে যাবে। তবে বই ছাপায় কাগজের কোনো ঘাটতি হবে না বলে মনে করছেন কাগজ ব্যবসায়ীরা। চাঁদ দেখা সাপেক্ষে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রোজা শুরু হবে। তার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ দুটো বিষয় মাথায় রেখেই একুশে বইমেলার তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক...