শেষ অনেক দিন ধরেই পাকিস্তান কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারছে না ভারতের বিপক্ষে। সবশেষ এশিয়া কাপের সুপার ফোরের লড়াইও একই পরিণতি পেল। পড়শিদের ৬ উইকেটে হারিয়েছে ভারত। এমন এক ম্যাচের পর ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব প্রশ্ন তুলেছেন ভারত-পাক ম্যাচের ‘প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে। জানালেন, ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যেন প্রশ্ন করা বন্ধ করা হয় এবার। তাতে যেন পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটাই পড়ল বৈকি! অভিষেক শর্মার ঝড়ো ৭৪ রানের ইনিংসে ভর করে ভারত ১৭২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ১৮.৫ ওভারে। এক সপ্তাহের ব্যবধানে এটি পাকিস্তানের বিপক্ষে ভারতের দ্বিতীয় জয়। টি-টোয়েন্টি ম্যাচে এটি ছিল পাকিস্তানের বিপক্ষে ভারতের ১৫ ম্যাচে ১২তম জয়। সূর্যকুমারের কাছে জানতে চাওয়া হয়, এভাবে ভারতের টানা জয় কি প্রতিদ্বন্দ্বিতার গুরুত্ব কমিয়ে দিচ্ছে? জবাবে তিনি বলেন, ‘আপনারা ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা...