২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম ভারতে আটক ১৫ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। এরপর রাত সাড়ে ১০ টার দিকে বিজিবি সদস্যরা তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছেন। এর আগে রোববার সন্ধ্যায় সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ ১৪৩ ব্যাটালিয়নের আমুদিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার বিকাশ কুমার ও সাতক্ষীরা ৩৩ বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেম প্রতিনিধিত্ব করেন। পতাকা বৈঠকের মাধ্যমেই ভারতে আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। ভারত থেকে ফেরত আসা ১৫ জনের মধ্যে পাঁচজন নারী, পাঁচজন পুরুষ ও পাঁচজন শিশু রয়েছে। এরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার জোড়শিং গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে নূরন্নবী গাজী (৪০), তার স্ত্রী মুর্শিদা খাতুন (৩৫), ছেলে আলম গাজী (১২),...