পটুয়াখালীতে জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগে দুই নেতাকে শোকজ করেছে জেলা বিএনপি। তাদের লিখিত নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। শোকজ করা নেতারা হলেন— সদর উপজেলা বিএনপির সদস্য ও মাদারবুনিয়া ইউনিয়ন কমিটির সভাপতি আবু হানিফ এবং সদর উপজেলার ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান। ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতের এপিপি হিসেবে মশিউর কর্মরত আছেন। নোটিশে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্যের গুরুতর অভিযোগ পাওয়া গেছে, যা সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শের পরিপন্থী। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে তাদের। এ বিষয়ে আবু হানিফ ও অ্যাডভোকেট মশিউর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া...