চট্টগ্রাম:‘ছোড ছোড ঢেউ তুলি পানিত, ছোড ছোড ঢেউ তুলি/লুসাই ফা-রত্তুন লামিয়ারে যারগই কর্ণফুলী’ কিংবা ‘ওরে সাম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা’- এমন সব বিখ্যাত গানে যে স্রোতস্বিনীর কথা উঠে এসেছে, দখল আর দূষণে সেই কর্ণফুলী নদী দিনে দিনে তার রূপ হারিয়েছে। দুই পাড়ে গড়ে ওঠা কল-কারখানা আর নগরের ময়লা-আবর্জনা চট্টগ্রামের লাইফলাইন কর্ণফুলীর দূষণের মাত্রা বাড়িয়েই চলেছে।কর্ণফুলীকে বাঁচাতে কোনো পরিকল্পনার ছিঁটেফোঁটাও যে বাস্তবায়ন হয়নি তা নদীর দৈন্যদশাই যেন বলে দিচ্ছে। কর্ণফুলীর চাক্তাই খাল সংলগ্ন অংশে গিয়ে দেখা যায়, নদীর পাড়ে নৌকায় বসে জাল দিয়ে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করছে শিশু ইয়াসিন।সে জানালো, নদীতে জোয়ারের সময় মানুষের ফেলে দেওয়া প্লাস্টিকের বিভিন্ন পণ্যের অংশ ও বোতল ভেসে আসে। সকাল থেকে এসব সংগ্রহ করে ভাঙারি দোকানে বিক্রি করে। মাঝেমধ্যে প্রচুর পরিমাণ প্লাস্টিক বর্জ্য ভেসে আসে, তখন...