রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক পিএলসি গত কয়েক বছরে অভ্যন্তরীণ দুর্বলতা, বড় অঙ্কের অনাদায়ী ঋণ ও তারল্য সংকটসহ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে সময় পার করেছে। একসময় এ ব্যাংক ঘিরে তৈরি হয়েছিল গ্রাহকদের আস্থাহীনতা। এমন এক কঠিন সময়ে ২০২৪ সালের ১০ নভেম্বর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নেনমো. মজিবর রহমান। দায়িত্ব গ্রহণের পরপরই শুরু করেন পুনর্গঠনের কার্যক্রম। তারল্য সংকট, আমানত, রিকভারি, প্রশিক্ষণ, মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি বিষয়ে কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদকইয়াসির আরাফাত রিপন। জাগো নিউজ: আপনি যখন জনতা ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন ব্যাংকের অবস্থা কেমন ছিল? মো. মজিবর রহমান:আমরা একটি অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণ করি। প্রতিদিন ২২ হাজার কোটি টাকার মতো কলমানি ধার করতে হচ্ছিল। তারল্য সংকট ছিল প্রবল। আমানতকারীদের মধ্যে অনাস্থা...