রংপুরে সংবাদ প্রকাশের জেরে লিয়াকত আলী বাদল নামে এক সিনিয়র সাংবাদিককে তুলে নিয়ে মারধর ও জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া কয়েকজন যুবকের বিরুদ্ধে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার ও রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ করেন সাংবাদিকরা। ভুক্তভোগী সাংবাদিক লিয়াকত আলী বাদল দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন ও বাংলা ট্রিবিউনে কাজ করেন। জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দৈনিক সংবাদে ‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটো রিকশার লাইসেন্স, ৫ কোটি টাকার বাণিজ্যের পায়ঁতারা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এর জেরে রোববার বেলা সাড়ে ১১টায় নগরীর কোর্ট মসজিদ এলাকা থেকে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে রকি নামে এক যুবকের নেতৃত্বে ৭-৮ জন জুলাই যোদ্ধা পরিচয়ে...