লেবাননে দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণাঞ্চলের বেন্ত জবেইল শহরে চালানো এই হামলায় একই পরিবারের তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুজন। সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গত বছর নভেম্বর থেকে আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও প্রতিবেশী লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ গতকাল রোববার ড্রোন হামলার ঘটনা ঘটল। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রোববারের হামলায় একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি জানান, নিহত তিন শিশু– সেলিন, হাদি ও আসিল এবং তাদের বাবা মার্কিন নাগরিক। হামলায় শিশুদের মা আহত হয়েছেন। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এ হামলাকে ‘নতুন হত্যাযজ্ঞ’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘এটি নৃশংস অপরাধ, দক্ষিণাঞ্চলে নিজ গ্রামে ফিরে আসা মানুষদের ভয় দেখানোর উদ্দেশ্যে এই...