কিশোরগঞ্জে ভিডব্লিউবি’র সুবিধাভোগী নির্বাচনে ইউপি মেম্বর-চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। হতদরিদ্র কর্মক্ষম নারীর পরিবর্তে স্বচ্ছল, চাকরিজীবী ও ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের নারীদেরকে সুবিধাভোগীর তালিকাভুক্ত করা হয়েছে। সেই তালিকা বাতিলের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৩ হাজার ৪৪৭ জন সুবিধাভোগী নারী নির্বাচন করা হয়। এরা প্রত্যেকে মাসে ৩০ কেজি করে চাল ও বিভিন্ন প্রশিক্ষণের সম্মানী ভাতা পাবেন বলে সংশ্লিষ্ট দপ্তর জানায়। কিন্তু পরিপত্র উপেক্ষা করে ইউপি চেয়ারম্যানরা দুস্থ, ভূমিহীন, অস্বচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত কমক্ষম নারীর পরিবর্তে ধনাঢ্য ব্যবসায়ী, ইউপি সদস্যর বিত্তবান স্বজন, পাকাবাড়ি, প্রবাসী ও সরকারি-বেসরকারি চাকরিজীবী পরিবারের নারীদেরকে তালিকাভুক্ত করা হয়। কোনো প্রকার যাচাই-বাছাই না করে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে আঁতাত করে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও ইউএনও...