এশিয়া কাপের সুপার ফোর পর্বে আবারও পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ভারত। গতকাল রবিবার দুবাইয়ে রাতে ৬ উইকেটে জিতে অপরাজিত যাত্রা ধরে রাখল সুর্যকুমার যাদবের দল। এই হারের পর যথারীতি পাকিস্তান দলের সমালোচনায় সরব হয়েছেন দেশটির সাবেকরা্, যাদের একজন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার সরাসরি দল নির্বাচনের সমালোচনা করে বলেছেন, ‘আমি বুঝি না টিম ম্যানেজমেন্ট কী ভাবছে! কেন একই ভুল বারবার হচ্ছে? মিডল অর্ডার সাজানোর পেছনে কোনো পরিকল্পনাই দেখি না। এছাড়া পাওয়ারপ্লেতে কোনো কৌশল নেই। বোলারদেরও সঠিকভাবে ব্যবহার করা হয়নি। লাইন-লেংথ একেবারেই খারাপ ছিল।’ অধিনায়ক সালমান আলী আগার নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই পেসার, ‘সালমান নিজেই জানে না কীভাবে সে নেতৃত্ব দিচ্ছে। সে দলের দুর্বলতম গুটি। সে আসলেই জায়গা পাওয়ার যোগ্য কি না, সেটা...