মাদক সেবনের কারণে বকাঝকা করায় রাজধানীতে মো. আনোয়ারুল আজীম তানভীর (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে কদমতলী থানার দক্ষিণ ধনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তানভীর কুমিল্লা জেলার দেবিদ্বার থানার এলাহাবাদ এলাকার আবুল হাশেমের ছেলে। তিনি কদমতলীর দক্ষিণ ধনিয়া এলাকার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন। তানভীর দুই সন্তানের জনক ছিলেন। নিহতের বোন নাজনীন আক্তার জানান, তানভীর দুই বছর আগে বিদেশ থেকে দেশে ফিরে আসেন। দেশে এসে কিছুদিন উবারে মোটরসাইকেল চালালেও পরে কোনো কাজ করতেন না এবং ধীরে ধীরে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। তিনি আরও জানান, মাদক সেবনের কারণে মা তাকে বকাঝকা করলে মায়ের ওপর অভিমান করে নিজের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তাকে ঝুলন্ত অবস্থায়...