ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ কথা প্রায় সকলেই জানেন। দিন কি রাত, যখনই হোক যেভাবেই এটি পান করা হোক না কেন, তা স্বাস্থ্যের ক্ষতি করে থাকে। কিন্তু দিনের কোন সময়ে সিগারেট খাওয়া মানবদেহের জন্য অধিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসকদের মতে, দিনের শুরুতে অর্থাৎ, সকালে ঘুম থেকে উঠে ধূমপান করা শরীরের জন্য ভয়াবহ বিপজ্জনক। অতি আসক্ত ধূমপায়ী বা চেন স্মোকারদের মতো যারা ধূমপান করেন না, তাদের অনেকেই নিজেকে নিরাপদ মনে করেন। তবে গবেষণা ভিন্ন কিছু বলছে। ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে ধূমপানের ক্ষতিকর দিক ও এর সময় নিয়ে কথা বলেছেন পালমোনোলজিস্ট ডা. বিকাশ মিত্তল। এ বিশেষজ্ঞ চিকিৎসক গবেষণার কথা উল্লেখ করে জানিয়েছেন, সকালে একটি বিড়ি বা সিগারেট পান থেকে হার্ট ও ফুসফুসের যে পরিমাণ ক্ষতি হয়, তা চেন স্মোকারদের ক্ষেত্রেও দেখা...