নওগাঁ: মহাদেবপুরের ঘাষিয়ারা গ্রাম থেকে এক টন চোলায় মদ ও মদ তৈরি করার ৫ কেজি উপকরণ জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় তোফায়েল ও ললিত নামে ২ যুবককে আটক করেছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক তোফায়েল উপজেলার বিনোদপুর সোনার পাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে ও ললিত ঘাষিয়ারা গ্রামের অনিলের ছেলে।জানা যায়, চোলাই মদের রাজ্য হিসাবে পরিচিতি পেয়েছে মহাদেবপুর উপজেলার ইউনিয়নের ঘাষিয়ারা গ্রামের প্রতিনিয়ত চুলায় মদ তৈরি হয় এবং এগুলো যুব সমাজের মাঝে বিক্রি হয়। গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুর উপস্থিতিতে রোববার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তাদের নিকট থেকে ২৪ ড্রাম যার পরিমাণ ১ টন চোলায় মদসহ...