রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলায় প্রাথমিকভাবে প্রায় ৬০০ জন চাকরিপ্রত্যাশী নির্বাচিত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী রাজশাহী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই চাকরি মেলায় অংশ নেন ১০৫০ জনেরও বেশি চাকরিপ্রত্যাশী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. গোলাম রাব্বানী। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী এবং বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সিরাজ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-কর্মকর্তা ও প্রাণ-আরএফএল গ্রুপের কর্মকর্তারা। মেলার অন্যতম আকর্ষণ ছিল সরাসরি ভাইভা, যার মাধ্যমে চাকরিপ্রত্যাশীরা তাৎক্ষণিকভাবে নিয়োগের সুযোগ পান। বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ হলে খুলবে আসিয়ানে রপ্তানির দুয়ার প্রধান অতিথি অধ্যক্ষ মু. যহুর আলী বলেন, রাজশাহী কলেজ শুধু পাঠদানে সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও অগ্রণী ভূমিকা রাখছে। এই চাকরি...