জনস্বাস্থ্য সুরক্ষা ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস এবং এই আইন সংশোধনের প্রক্রিয়ায় তামাক কোম্পানির সঙ্গে কোনো ধরনের বৈঠক না করার দাবি জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের সামনে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত এক সংহতি অনুষ্ঠানে এই দাবি জানানো হয়। ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে প্রতি বছর ১ লাখ ৬১ হাজারেরও বেশি মানুষ অকালে মারা যায়। হৃদরোগ, স্ট্রোক এবং শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগের অন্যতম কারণ হলো তামাকজাত পণ্যের ব্যবহার। তিনি বলেন, এই প্রতিরোধযোগ্য মৃত্যু কমাতে এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাস করা জরুরি। এফিসিটিসির সঙ্গে সামঞ্জস্য রেখে, স্বাস্থ্য সেবা বিভাগের প্রণীত বিদ্যমান তামাক...