সোশ্যাল মিডিয়ায় শনিবার (২০ সেপ্টেম্বর) রাত থেকেই একটি পোস্ট ঘুরছে। যেখানে দাবি করা হয়, শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির! তবে বিষয়টি মিথ্যা বা ভুয়া বলে নিশ্চিত করেছেন হাসান মাসুদ। ভাইরাল হওয়া এ রকম বেশ কিছু পোস্টে বলা হয়, ‘গতকাল শিল্পকলায় হানিয়া আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তারকাদের এক বিশাল মিলনমেলার উৎপত্তি হয়। বাংলাদেশের ছোট বড় সব তারকারাই সেখানে উপস্থিত ছিল। যেমন আরশ খান, মিলন মালহোত্রা, আদনান আদি, মুন্না খান, মৌসুমীর স্বামী ও মহানায়ক রুবেলসহ আরও অনেকে। হাসান মাসুদও তাদের সঙ্গে ছিলেন।’ ওই পোস্টে এরপর বলা হয়, ‘হানিয়া আমির একে একে সবার সঙ্গে হাত মেলালেন। যখন হাসান মাসুদ হাত মেলানোর জন্যে নিজের ডান হাত বাড়িয়ে দিল, পাকিস্তানি এই মডেল তখন...