আজিমপুরের বাসিন্দা স্কুলশিক্ষার্থী রিফাত আরা বলেন, বৃষ্টির জন্য অনেক সময় দাঁড়িয়েও রিকশা পাচ্ছি না। ৩০ টাকার রিকশা ভাড়া ১০০ টাকা দিয়ে আসতে হয়েছে। অতিরিক্ত ভাড়া দিয়েও রিকশার দেখা মিলছে না। যে কোনো গন্তব্যে যেতে রাজি হচ্ছেন না রিকশাওয়ালারা।এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ...