২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ এএম দারুণ বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রাখলেন আদিল রশিদ, জেমি ওভারটন, লিয়াম ডসনরা। এক বছর পর ইংল্যান্ডের হয়ে খেলতে নেমে বিস্ফোরক ইনিংস উপহার দিলেন জর্ডান কক্স। দাপুটে জয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করল ইংলিশরা। ডাবলিনে রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আইরিশদের ৬ উইকেটে হারিয়েছে সফরকারীরা। ১৭ বল হাতে রেখেই তারা ১৫৫ রানের লক্ষ্য পূরণ করে। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতে নিল ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা লেগ স্পিনার রাশিদ। দুটি করে উইকেট নেন লিয়াম ডসন ও জেমি ওভারটন। রান তাড়ায় চারটি করে ছক্কা ও চারে ৩৫ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কক্স। ২৬ বলে ৬ চারে ৩৭ রান...