আজ (২২ সেপ্টেম্বর) সোমবার মধ্যরাত থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত চলতে থাকা প্রবল বৃষ্টি ও বজ্রপাতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অল্প সময়ের মধ্যেই মিরপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, মালিবাগ, রাজারবাগ, গুলশানসহ বেশ কিছু এলাকায় পানি জমে যায়। এতে যানবাহনের গতি কমে গিয়ে তৈরি হয় দীর্ঘ যানজট। অফিসের সময় বৃষ্টি পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। অনেকেই বাসা থেকে বের হতে না পেরে দেরিতে কাজে যোগ দিয়েছেন। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেড়ে গেছে কয়েকগুণ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের অনেক অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে...