লা লিগায় অপরাজেয় যাত্রা ধরে রেখেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। রবিবার রাতে গেতাফের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন ফেরান তরেস। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড, যিনি শৃঙ্খলাভঙ্গের শাস্তি হিসেবে বদলি নেমে দানি ওলমোর তৃতীয় গোলটি তৈরি করে দেন। বার্সার ‘বি’ দলের মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই ফেরান তরেসের জোড়া গোলে এগিয়ে যায় বার্সা। ১৫ মিনিটে রাফিনহার ব্যাকহিল থেকে শুরু হওয়া দারুণ এক আক্রমণ শেষ করেন তরেস। এরপর ৩৪ মিনিটে রাফিনহার লং পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। হ্যাটট্রিকের সুযোগও এসেছিল তার সামনে, তবে তার ভলি গিয়ে লাগে ক্রসবারে। রাফিনহা প্রথমার্ধে হলুদ কার্ড দেখার পর আরেকটি তর্কে জড়িয়ে পড়ায় দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন কোচ হান্সি ফ্লিক। তার পরিবর্তেই নামানো হয় রাশফোর্ডকে। নেমেই কার্যকরী ভূমিকা রাখেন...