ভারত-পাকিস্তানের ম্যাচে ক্রিকেটীয় উত্তেজনার রসদ খুব বেশি আর দেখা যায় না বেশ কবছর ধরেই। সামগ্রিক ফলাফলে যেমন, তেমনি পরিসংখ্যনের নানা গভীরেও দাপট ভারতের। এবারের এশিয়া কাপেও ফুটে উঠল তা। গ্রুপ পর্বের পর সুপার ফোর পর্বের চিরপ্রতিদ্বন্দ্বী দলের সামনে পাত্তা পেল না পাকিস্তান। দুবাইয়ে রোববার এই ম্যাচে ৬ উইকেটের জয়ের পথে বেশ কিছু রেকর্ডও গড়েছে ভারত। রান তাড়ায় পাকিস্তানের বিপক্ষে ভারত এগিয়ে এখন ৮-০ ব্যবধানে। কোনো দলের বিপক্ষে রান তাড়ায় একবারও না হেরে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড স্পর্শ করল ভারত। থাইল্যান্ডের বিপক্ষে এভাবে পরে ব্যাট করে ৮ ম্যাচ জিতেছে মালেয়েশিয়া, হারেনি একটিও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে ভারতের জয় হয়ে গেল ১২টি, পাকিস্তানের স্রেফ ৩টি। পরিসংখ্যানই বলে দিচ্ছে, কতটা একতরফা লড়াই এখন এটি। ওয়ানডেতে সামগ্রিক ফলাফলে এখনও এগিয়ে পাকিস্তান। তবে গত...