ফুটবলের অস্কার রজনী আজ। বাংলাদেশ সময় রাত ১টায় প্যারিসের থিয়েটার দু শ্যাটলেটের আলো ঝলমলে মঞ্চে শুরু হবে ব্যালন ডি’অরের অনুষ্ঠান। রুড খুলিত ও কেট স্কটের সঞ্চালনায় একে একে ঘোষণা করা হবে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম। বরাবরের মতো ব্যালন ডি’অরের ৬৯তম আসরেও মূল আকর্ষণ বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার। ৩০ জন মনোনয়ন পেলেও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে বাকিদের চেয়ে অনেক এগিয়ে পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে ও বার্সেলোনার স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল। ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ব্যালন ডি’অরের আয়োজক হলেও বিজয়ী নির্বাচন করা হয় ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিকের ভোটে। সেরা নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে শুধু গত মৌসুমের পারফরম্যান্স। ইউরোপের কিছু সংবাদমাধ্যম আগেই জানিয়ে দিয়েছে, ইয়ামালকে হারিয়ে এবার বর্ষসেরা হতে যাচ্ছেন পিএসজির ট্রেবল জয়ের নায়ক দেম্বেলে। গত মৌসুমে...