খুলনা:১১ দিন বয়সী নবজাতক কন্যা শিশু নিয়ে খুলনা জেলা কারাগারে শাহাজাদী নামে এক নারী। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে মানব পাচার আইনে করা এক মামলায় আদালতে হাজিরা শেষে মা শাহাজাদীকে কারাগারে পাঠানোর আদেশ দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।পরে বিকেলে তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ। আদালতে বিবাদী শাহজাদীর পক্ষে আইনজীবীর জামিন আবেদন না থাকায় এবং শুনানি না হওয়ায় কারাগারে পাঠানো হয় শাহাজাদী বেগমকে। এ সময় প্রিজন ভ্যান করে মায়ের সঙ্গে কারগারে গেল নবজাতক শিশুটি। জানা যায়, বাগেরহাটের রামপালের বাসিন্দা সিরাজুল ইসলাম ও ফকিরহাটের মেয়ে শাহজাদীর সংসারে চার কন্যাশিশু রয়েছে। আবারও অন্তঃসত্ত্বা হন শাহজাদী। তবে অনাগত সন্তান যেন ছেলে হয় এমন প্রত্যাশা ছিলো স্বামী ও তার পরিবারের। কন্যা হলে বিবাহ বিচ্ছেদের হুমকি দিয়েছিলেন স্বামী। এমন অবস্থায় গত ১১ সেপ্টেম্বর রাতে সিজারিয়ানের মাধ্যমে পুনরায়...