জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় প্রচলিত ধারা ভেঙে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিজস্ব পরিকল্পনার ভিত্তিতেই সহনশীল নগর গড়ে তোলা সম্ভব হবে। ঢাকায় আয়োজিত জাতীয় কর্মশালায় প্রকাশিত এক প্রকল্পের ফলাফলে উঠে এসেছে এমন চিত্র। রোববার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কর্মশালায় উপস্থাপন করা হয় ‘অন্তর্ভুক্তিমূলক জলবায়ু স্মার্ট সিটির জন্য জনগণের অভিযোজন পরিকল্পনা’ প্রকল্পের ফলাফল। লাকসাম, ফেনী ও মীরসরাইয়ের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ শহরে প্রথমবারের মতো স্থানীয় বাসিন্দারা নিজেরাই সংকট মোকাবিলার পথ প্রস্তাব করেন। প্রকল্পটির অর্থায়ন করেছে যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। কৌশলগত সহায়তা দিয়েছে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ), আর বাস্তবায়ন করেছে সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশ ও ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)। কারিগরি সহায়তা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ। কর্মশালায় উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্ট টিমের ডেপুটি টিম লিডার এ...