ঘটনার দিন গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে স্বামী সন্তানসহ ঘুমিয়ে ছিলেন তিনি। নিহত গৃহবধূর স্বজনদের দাবি দাম্পত্য কলহের জেরে স্বামী হাসান মৃধা ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ মেঝেতে ফেলে আত্মহত্যার প্রচারণা চালায়। নিহত গৃহবধূ লামিয়া আক্তার পলী মঠবাড়িয়া পৌরশহরের সবুজনগর মহল্লার বাসিন্দা হাসান মৃধার স্ত্রী। তাদের দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী হাসান মৃধা ও তার শ্বশুর লিটন হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। থানা ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া পৌর শহরের সবুজনগর মহল্লার মো. নাসির মৃধার ছেলে হাসান মৃধা ও একই উপজেলার হারজী গ্রামের লিটন হাওলাদারের মেয়ে পলী বেগম প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামীর পরাকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত দুদিন আগে স্বামী হাসান...