লা লিগায় দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। রোববার নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে গেতাফেকে ৩-০ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। দলের হয়ে দুই গোল করেন ফেরান তোরেস, অন্যটি দানি ওলমোর। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বার্সেলোনা ১৫ মিনিটে লিড নেয়। দানি ওলমোর দুর্দান্ত ব্যাকহিল পাস থেকে বল জালে জড়ান ফেরান তোরেস। ৩৪ মিনিটে রাফিনহার অ্যাসিস্ট থেকে তোরেসের দ্বিতীয় গোলেই ব্যবধান দ্বিগুণ করে বার্সা। ৬২ মিনিটে গোল করেন ওলমো। বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ডের পাস থেকে গোল করে জয় নিশ্চিত করেন তিনি। গোলের ঠিক আগে এক দর্শক ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে প্রবেশ করলেও খেলার গতি ব্যাহত হয়নি, নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে সরিয়ে নেন। ক্যাম্প ন্যু সংস্কারকাজ শেষ না হওয়ায় এটি...