এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ শুরুর আগে বাজির পাল্লা ঝুঁকে ছিল শ্রীলংকার দিকে। শুধু একজন বাজি ধরেছিলেন বাংলাদেশের পক্ষে। বাজি ধরে জিতলেনও সেই সাবেক পাকিস্তানি ক্রিকেটার। শনিবার পাকিস্তানের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাডের ক্রিকেট শো গেম অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। ম্যাচ শুরুর আগে অনুষ্ঠানে উপস্থিত চার সাবেক পাকিস্তানি ক্রিকেটার প্রতীকী বাজি ধরেন। তাদের মধ্যে মিসবাহ-উল-হক, শোয়েব মালিক ও উমর গুল শ্রীলংকার পক্ষে বাজি ধরেন। অন্যদিকে বাজিদ খান বাংলাদেশের পক্ষে বাজি ধরেন। তিনি বলেছিলেন, ম্যাচটি বাংলাদেশই জিতবে। লিটন দাসদের চার উইকেটের জয়ে শেষ পর্যন্ত বাজিদ খানই বাজিতে জেতেন। তবে বাংলাদেশের জয়ের পর চারজনের সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ শুরুর আগে বাজির পাল্লা ঝুঁকে ছিল শ্রীলংকার দিকে। শুধু একজন বাজি ধরেছিলেন বাংলাদেশের পক্ষে। বাজি ধরে জিতলেনও সেই সাবেক পাকিস্তানি...