কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের হৃদয় ভেঙে দিয়েছে পাকিস্তান। রোববার মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে প্রতিযোগিতার ফেভারিট পাকিস্তানের বিপক্ষে সরাসরি ২-০ সেটে হেরে যায় লাল-সবুজ দল। প্রথম সেটে বাংলাদেশ প্রতিরোধ গড়ে তোলে। নির্ধারিত সময়ে ২২-১৭ পয়েন্টে জয় তুলে নেয় পাকিস্তান। ২৭-০৫ পয়েন্টে দ্বিতীয় সেটও নিজেদের করে নেয় পাকিস্তান। শেষ হয় বাংলাদেশের ফাইনালে খেলার স্বপ্ন। আজ ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে খেলবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। মালয়েশিয়ায় স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৬-২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বাংলাদেশ দল অবিস্মরণীয় নৈপুণ্য দেখিয়ে ১১টি স্বর্ণ, দুটি রুপা ও একটি ব্রোঞ্জপদক জিতেছে। প্রতিযোগিতায় স্বাগতিক মালয়েশিয়া, বাংলাদেশ, পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইন্স, ভারত, পাকিস্তান, মালদ্বীপ ও থাইল্যান্ডসহ এশিয়ার ১০টি দেশ অংশগ্রহণ করে। কমনওয়েলথ বিচ...